মন আচরণ ও সাফল্য

By: আবু তাজ মোঃ জাকির হোসেন

বইটির নামকরণ করা হয়েছে মন, আচরণ ও সাফল্য। এ বিষয়গুলো গভীরভাবে পারষ্পরিক সম্পর্কযুক্ত এবং যার বিকাশ ঘটে মনস্তাত্বিক প্রক্রিয়ার মাধ্যমে। মানুষের মন ও দেহ জন্মসূত্রেই অবিচ্ছেদ্য আর পারষ্পরিক সম্পর্কযুক্ত। মন- ব্যক্তির কল্পনা ও চিন্তাভাবনা, অনুভূতি, আবেগ ইত্যাদি বোধ সম্পর্কিত অনুষদ, যা চেতনা, কল্পনা, ধারণা বা উপলব্ধি, চিন্তাভাবনা, বিচার, ভাষা, স্মৃতি ইত্যাদি সম্পর্কিত জ্ঞানীয় অনুষদের একটি সেট। এই সেট মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র দ্বারা ধারণকৃত, পরিচালিত ও নিয়ন্ত্রিত। মনের মাধ্যমে ব্যক্তি তার পরিবেশের প্রতি ব্যক্তিগত সচেতনতা, কোনো বিষয় সম্পর্কে ইচ্ছা বা অনিচ্ছা্, উদ্দীপনা অনুধাবন, প্রতিক্রিয়া জানানো, চিন্তাভাবনা এবং অনুভূতিসহ জ্ঞান অর্জন করতে সক্ষম হয়। প্রতিনিয়তই মানুষ পরিচালিত হয় তার মন নামক অদৃশ্য সত্তা দিয়ে। মস্তিষ্ক মানুষের মনকে নিয়ন্ত্রণ করে এবং মনের মাধ্যমে মানুষের মনোভাব, আবেগ, চিন্তাভাবনা, বুদ্ধিমত্তা, জ্ঞানীয় প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ ঘটে, যার বহিঃপ্রকাশ ঘটে আচরণে। মানুষের ব্যক্তিত্ব কেবল একটি বৈশিষ্ট্য কিংবা গুণের ফলাফল নয় বরং ব্যক্তির চিন্তা, অনুভূতি, ইচ্ছা ও শারীরিক বৈশিষ্ট্যসমূহের সমন্বিত অবস্থা, যা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক করে। ব্যক্তিত্বের গঠনে পরিবার ও সামাজিক প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জন্মলগ্ন হতে জীবনের অন্তিম সময় অবধি পরিবারসহ সমাজের বিভিন্ন কারণগুলো ব্যক্তির ওপর প্রভাব বিস্তার করে। আশাবাদী মানুষ মাত্রই সাফল্য প্রত্যাশা করে, সমৃদ্ধি ও সুখী জীবন চায়। সমৃদ্ধি ও সুখের ভিত্তি গড়ে ওঠে মানুষের কর্মজীবনে। কর্মকালের সাফল্য মানুষকে সমৃদ্ধ ও সুখী জীবনের নিশ্চয়তা দিতে পারে। সাফল্য জীবন গড়তে বইটি সংগ্রহে রাখুন । **বইটি পাওয়া যাচ্ছে জনান্তিক পাবলিশার্সে। অনলাইন এ ক্রয় এর জন্য যোগাযোগ করুন : 01860662387 01712087774



Contact Information

Related Books